বেলজিয়াম  আ.লীগের  উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৭
অ- অ+

বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করা হয়েছে।

শনিবার রাজধানী ব্রাসেলসের একটি হলরুমে কেক কাঁটার মাধ্যমে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা এবং বাঙালির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তার আজীবনের সংগ্রাম কখনো বৃথা যাবে না। শেখ হাসিনা এবং তার লাখ লাখ ভক্ত অনুসারীর সংগ্রাম অব্যাহত আছে। বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা ১৯৭১ এবং ১৯৭৫ সহ অতীতে বারবার হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় সেই দুরভিসন্ধি সফল হয়নি। সকল বিভ্রান্তি-মিথ্যাচার-ভীতি-সংবাদমাধ্যমের কণ্ঠরোধ অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে উদ্ভাসিত হবে নতুন প্রজন্ম। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের সবুজ জমিনে উদিত হবে রক্তলাল সূর্য। লাখো কণ্ঠে ধ্বনিত হবে- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাতে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য বেলজিয়াম আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খান সোহেল ,সাবেক যুগ্ম সম্পাদক মুর্শেদ মাহমুদ, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, মহিলা সম্পাদিকা রাবেয়া জামান, সাংস্কৃতিক সম্পাদিকা আয়েশা সরকার, সদস্যা দিলরুবা বেগম মিলি, যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, হাছান মাহমুদ ও মাহির মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০২০ সালে ক্ষমতা থাকলে যা করতে চেয়েছিলেন আসিফ নজরুল
জাতীয় শ্রমশক্তি নিবন্ধন ব্যবস্থা ও তথ্য ভাণ্ডার গড়ে তোলার সুপারিশ শ্রম সংস্কার কমিশনের
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: আজহারের আপিল শুনানি ৬ মে পর্যন্ত মুলতবি
মানবতাবিরোধী অপরাধ: আজহারের আপিল শুনানি আজ, সুপ্রিম কোর্টে জামায়াত নেতারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা