ভাঙা রাস্তা দ্রুত মেরামতের দাবিতে দক্ষিণখানে শুক্রবার মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ২১:২৭
অ- অ+

রাজধানীর দক্ষিণখান বাজার এলাকায় খানাখন্দে ভরা রাস্তা যেন এলাবাসীর মরণফাঁদ হয়ে উঠেছে। সপ্তাহের শুরুর দিকে এক গর্ভবর্তী মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় পথেই ডেলিভারি হয়। রাস্তার দূরাবস্থার কারণে যাতাযাতে কোনো যানবাহন পাওয়া যায় না। যে কারণে প্রতিদিনই ঘটছে এমন অনাকাঙ্খিত ঘটনা। এবার রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে আন্দোলনে নামছেন এলাকাবাসী।

শুক্রবার দক্ষিণখান বাজার এল কে প্লাজার সামনে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বন্ধ থাকা রাস্তার কাজ দ্রুত শেষ করার জন্য বর্তমান সরকারের প্রতি বিশেষ অনুরোধে এ আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিন সকাল ১০টায় মানববন্ধনে অংশ নেবেন স্থানীয়রা।

সংশ্লিষ্টরা জানান, গত তিন দিন আগে দক্ষিণখান বাজার হয়ে একজন গর্ভবতী মহিলাকে হাসপাতালে নেওয়ার সময় কোনো বাহন পাওয়া যাচ্ছিল না। রাস্তার খারাপ অবস্থার কারণে কোনো যানবাহনই এই এলাকায় আসতে চায় না। এক পর্যায়ে বাজারের মধ্যেই ডেলিভারি হয় ওই নারীর।

অনাকাঙ্খিত এই ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভের দানা বাঁধে। স্থানীয়রা এই অবস্থার পরিবর্তন চান। দ্রুত রাস্তার মেরামত কাজ শেষ করার দাবি স্থানীয় বাসিন্দাদের।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা