বাংলাদেশে চীনের চিগো ব্র্যান্ডের ডিসট্রিবিউটর হলো মিনিস্টার-মাইওয়ান গ্রুপ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৪, ১৭:০৩
অ- অ+

বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ সম্প্রতি চীনের বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড চিগো গ্রুপের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। উক্ত চুক্তির ফলে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ বাংলাদেশে চিগো ব্র্যান্ডের এয়ার কন্ডিশনারের বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়োত্তর সেবা দান প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ এবং চিগো গ্রুপের ওভারসিজ মার্কেটিং কোম্পানির ভাইস জেনারেল ম্যানেজার ব্রুস স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা চুক্তিটিতে স্বাক্ষর করেন।

এসময় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজের জ্যেষ্ঠ পুত্র আল আকসা তানজিম খান ও একই প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন এবং অপারেশন বিভাগের প্রধান তানজির হোসেন এবং চিগো গ্রুপের পক্ষে থেকে কোম্পানিটির এশিয়া প্যাসেফিকের রিজিওনাল ম্যানেজার ইরউইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেন, ‘চিগো গ্রুপের সাথে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের এই চুক্তিটি দুই দেশের ব্যবসা প্রসারে একটি নতুন অধ্যায় সূচনা করবে। আমরা চিগো’র উদ্ভাবনী ও আর্ন্তজাতিক গুণগতমান সম্পন্ন নির্ভরযোগ্য ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের দেশের বাজারে আনতে পেরে অত্যন্ত আনন্দিত। কারণ বাংলাদেশে উন্নতমানের চিগো এসি পৌঁছে দেওয়া আমাদের নিজস্ব অঙ্গীকারের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আশা করি দেশের ক্রেতা সাধারণ সুলভ মূল্যে বিশ্বখ্যাত চিগোর এয়ার কন্ডিশনার পেয়ে খুশি হবে।’

মিনিস্টার-মাইওয়ান গ্রুপ সম্পর্কে ২০০২ সালে প্রতিষ্ঠিত মিনিস্টার-মাইওয়ান গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় দেশীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি। এটি দেশীয় জনগণের চাহিদা অনুযায়ী গুণগত ও সাশ্রয়ী মূল্যের ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের জন্য বহুল পরিচিত। কোম্পানিটির পণ্য তালিকায় রয়েছে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, সিলিং এবং চার্জার ফ্যান, গ্রাইন্ডার, ব্লেন্ডারসহ এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যসমূহ।

চিগো গ্রুপ সম্পর্কে

চিগো, চীনে অবস্থিত, একটি বৈশ্বিক ইলেকট্রনিক্স শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা উদ্ভাবনী ও উচ্চমানের পণ্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তাদের পণ্য তালিকায় রয়েছে রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনার, কমার্শিয়াল এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার সোর্স হিট পাম্প, রেফ্রিজারেশন ইকুইপমেন্ট, এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স। চিগো ইলেক্ট্রনিক্স ব্র্যান্ডটি বিশ্বের ১৮০টিরও বেশি দেশ ও অঞ্চলে সুনামের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছে।

(ঢাকা টাইমস/১৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারাদেশে যৌথ বাহিনীর অভিযান: এক সপ্তাহে আটক ৫৬, অস্ত্র-গ্রেনেড উদ্ধার
বিজিবি-২'র অভিযান: টেকনাফে কেওড়া বনে জালের ভেতর মিলল ইয়াবা
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ৬৫
লাগসই প্রযুক্তি ও শিক্ষায় প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করার পরামর্শ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা