পুনর্বহালের দাবি কুমিল্লা সিটির বিএনপি-জামায়াত কাউন্সিলরদের

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, ২১:১৭
অ- অ+

নির্বাচিত পদে পুনর্বহালের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের বিএনপি-জামায়াত সমর্থিত নির্দলীয় কাউন্সিলররা।

বুধবার (২৩ অক্টোবর) কুমিল্লা নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে নির্যাতিত কাউন্সিলরদের পক্ষে কথা বলেন কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান। তিনি বলেন, আপনারা জানেন, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচনে আমরা বিএনপি জামায়াতে ইসলামী সমর্থিত এবং নির্দলীয় প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে নির্বাচন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা-মামলা নানাভাবে হয়রানির শিকার হয়েও নির্বাচিত হয়েছি। ছাত্র আন্দোলনের পর সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়। এতে বিএনপি-জামায়াত নির্দলীয় নির্যাতিত-নিপীড়িত নির্বাচিত কাউন্সিলর হয়েও আমাদের মাত্র দুই বছর দুই মাস দায়িত্ব পালনের পর অপসারণের শিকার হতে হয়।’

কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গত প্রায় ১৬ বছরে দেশে নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। যেকোনো নির্বাচনে বিরোধী দলের যেকোনো প্রার্থীর ব্যাপক জনপ্রিয়তা থাকলেও তাদের অংশগ্রহণ ছিল রীতিমতো আগুনে ঝাঁপ দেওয়ার মতো। এমন অবস্থায় জীবনবাজি রেখে নির্বাচনে প্রার্থী হয়ে অনেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী তাদের অনুসারী সন্ত্রাসীদের হাতে হামলা-মামলা জেল-জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। এরপরও জনপ্রিয়তার কারণে বিরোধী মতের হয়েও কাউন্সিলর পদে আমিসহ বিএনপি-জামায়াত নির্দলীয় অনেক প্রার্থী নির্বাচিত হয়েছেন।’

কিন্তু আওয়ামী লীগের বৈষম্যমূলক কর্মকাণ্ডের কারণে তারা সব সময় নির্যাতিত অবহেলিত ছিলেন অবেযাগ করে কাজী মাহবুবুর রহমান বলেন, ‘আমরাও ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করার কারণে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছিলাম। গত ২৬ সেপ্টেম্বর দেশ সংস্কারের অংশ হিসেবে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলরদের অপসারণ করতে গিয়ে আমরা যারা বিএনপি-জামায়াত সমর্থিত নির্দলীয় কাউন্সিলর ছিলাম আমাদেরও অপসারণ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং বৈষম্যমূলক বলে আমরা মনে করি।’ এতে করে স্থানীয় ওয়ার্ডের জনগণ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে বলে জানান তিনি।

বিএনপি-জামায়াত সমর্থিত নির্দলীয় কাউন্সিলর হিসেবে যারা দীর্ঘ বছর ধরে হয়রানি নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদের কাউন্সিলর পদে পুনর্বহাল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদ্য অপসারিত কাউন্সিলর নং ওয়ার্ডের কাজী গোলাম কিবরিয়া, ১২ নং ওয়ার্ডের জিয়াউল হক মুন্না, ১৩ নং ওয়ার্ডের রাজিউর রহমান রাজীব, ১৯ নং ওয়ার্ডের মো. রেজাউল করিম, ২৪ নং ওয়ার্ডের মহিবুর রহমান তুহিন, ১৬ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম বাবুল, নং ওয়ার্ডের এডভোকেট একরাম হোসেন বাবু, ১০, ১১ ১২ নং ওয়ার্ডের রুমা আক্তার সাথী, ১৯, ২০ ২১ নং ওয়ার্ডের তাহমিনা আক্তার নং ওয়ার্ডের আব্দুর রহমান।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা