শনিবার কাকরাইলসহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
শনিবার রাজধানীর কাকরাইল এলাকার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের যেকোনো মূল্যে শনিবার কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার চ্যালেঞ্জ ও ছাত্র-জনতার প্রতিরোধের ডাক দেওয়ার পর এই নিষেধাজ্ঞা জারি করল ডিএমপি।
শুক্রবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার পাইওনিয়ার রোডস্থ ৬৬ নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।
বৃহস্পতিবার রাতে কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র-জনতার আগুন দেওয়ার পর পূর্বনির্ধারিত সমাবেশ যেকোনো মূল্যে বাস্তবায়নের ঘোষণা দেন জিএম কাদের। শনিবার দুপুর দুইটায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। এছাড়াও সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা।
আরও পড়ুন>সমাবেশ হবেই, জিএম কাদেরের চ্যালেঞ্জ
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’র ব্যানারে এক সংবাদ সম্মেলন থেকে বলা হয়, এই সমাবেশ করতে দেওয়া হবে না।
সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘জাতীয় পার্টিকে শনিবার সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত।’ পরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। শনিবার বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল। উভয়পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির প্রেক্ষাপটে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি।
(ঢাকাটাইমস/০১নভেম্বর/এলএম/ইএস)
মন্তব্য করুন