সুনামগঞ্জ সীমান্তে ৫২ বস্তা চোরাই চিনিসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১৪:০৮| আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৪:৪১
অ- অ+

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৫২ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার উপজেলার নরসিংপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার নরসিংপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে আছকির আলী (৪০) এবং একই গ্রামের আব্দুন নুরের ছেলে মাইনুদ্দিন (২৫)।

পুলিশ জানায়, গোপন খবরে দোয়ারাবাজার থানার ওসির দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ আতিয়ার রহমান, এএসআই সুমন চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালায়। এসময় আছকির আলী ও মাইনুদ্দিনের বসতঘর থেকে শুল্ককর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ৫২ বস্তা ভারতীয় চিনি জব্দ করে তাদেরকে আটক করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, উদ্ধার হওয়া চোরাই চিনি জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। জব্দ চিনির বর্তমান বাজার মূল্য দুই লাখ ৬০ হাজার টাকা।

(ঢাকা টাইমস/২৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্যের বাগানের আম চুরি করল ইউনাইটেড গ্রুপের মালিকরা, থানায় মামলা, গ্রেপ্তার ১
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক শনিবার
বিএনপি শুধু নির্বাচন নিয়ে কথা বললে বাংলাদেশ আশাহত হয়: সারজিস আলম
দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা