টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪| আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩
অ- অ+

ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে ১-১ এ সমতা আনার পর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ।

সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে টাইগারদের ব্যাটিয়ে পাঠিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল।

এই মাঠে স্বাগতিকদের চেয়ে বাংলাদেশই বেশি অভিজ্ঞ। গত জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে এ মাঠে খেলে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম পর্বে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষেও এই মাঠে খেলে তারা। ওয়েস্ট ইন্ডিজের আর্নেস ভেলে টি-টোয়েন্টি খেলেছে দুটি, সর্বশেষ খেলে ২০১৩ সালে।

এই ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন শামিম হোসেন পাটোয়ারী। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের সঙ্গে পেস সামলাবেন তানজিম হাসান সাকিব। আর রিশাদ হোসেনের সঙ্গে স্পিন সামলাতে আছেন মেহেদী হাসান।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), আন্দ্রে ফ্লেচার, রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেস, আকিল হোসেইন, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ ও ওবেড ম্যাককয়।

(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা