টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে ১-১ এ সমতা আনার পর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ।
সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে টাইগারদের ব্যাটিয়ে পাঠিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল।
এই মাঠে স্বাগতিকদের চেয়ে বাংলাদেশই বেশি অভিজ্ঞ। গত জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে এ মাঠে খেলে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম পর্বে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষেও এই মাঠে খেলে তারা। ওয়েস্ট ইন্ডিজের আর্নেস ভেলে টি-টোয়েন্টি খেলেছে দুটি, সর্বশেষ খেলে ২০১৩ সালে।
এই ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন শামিম হোসেন পাটোয়ারী। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের সঙ্গে পেস সামলাবেন তানজিম হাসান সাকিব। আর রিশাদ হোসেনের সঙ্গে স্পিন সামলাতে আছেন মেহেদী হাসান।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), আন্দ্রে ফ্লেচার, রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেস, আকিল হোসেইন, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ ও ওবেড ম্যাককয়।
(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন