ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর যা বললেন শেখ মেহেদী হাসান

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। আর এমন দিনে শেষ ওভারের নাটকীয়তায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৬ই ডিসেম্বরের সকালে দেশের মানুষের উৎসবের উপলক্ষ্যটা আরেকটু চওড়া হলো বাংলাদেশ জাতীয় দলের শ্বাসরুদ্ধকর এই জয়ের সুবাদে।
সেন্ট ভিনসেন্টে টসে হেরে শুরুতে ব্যাট করে খুব একটা ভালো পুঁজি পায়নি টাইগাররা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রানের সংগ্রহ পায় সফরকারীরা। লক্ষ্যটা আহামরি বড় না হলেও বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
এই ম্যাচে ব্যাট হাতে ২৬ রান করেছেন শেখ মেহেদী হাসান। এরপর বল হাতেও দেখালেন নিজের ঝলক। ৪ ওভার হাত ঘুরিয়ে রান দিয়েছেন মাত্র ১৩, উইকেট শিকার করেছেন ৪টি। ব্যাটে-বলে ভালো পারমন্স করায় ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মেহেদি।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমে শেখ মেহেদী বলেন, ‘নতুন বলে তো সবসময়ই বল করে থাকি। নরমালি যে প্রসেসে এগোচ্ছিলাম সেভাবেই বল করেছি। ওদের ডানহাতি ব্যাটসম্যান ছিল, আমার লক্ষ্য ছিল ওদের যাতে সহজেই শট খেলতে না দিতে পারি। ওরা তো আসলে শক্তিশালী, ওদের আসলে প্ল্যান করে বল করেছি। আল্লাহর রহমতে সফল হয়েছি।’
তবে সামনে আরও ভালো করতে প্রস্তুত আছেন বলেও জানালেন মেহেদী। ‘হ্যাঁ অবশ্যই, দেখেন টেস্টে আমরা ভালো শেষ করেছি। ওয়ানডেতে ভালো শুরু করেছিলাম, তবে শেষটা ভালো করতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে আমরা বিজয়ে মাসে টি-টোয়েন্টিটা ভালো দিয়ে শুরু করলাম। ইনশাআল্লাহ সামনে আরও দুইটা ম্যাচ আছে, তার জন্য আমরা প্রস্তুত আছি।’
শেষ ওভারে হাসান মাহমুদের বোলিং তিনি বলেন, ‘হাসান আবারও নিজেকে প্রমাণ করেছে। আমার মনে আছে, আয়ারল্যান্ডে একটা সিরিজে হাসান ডেথ ওভারে একটা ম্যাচ জিতিয়েছিলেন আমাদের। আজও ভেতরে ফিলিংসটা চলে এসেছিল হাসান পারবে। হাসানের বিশ্বাস ছিল কি না জানি না, আমার নিজের ভেতরে বিশ্বাস ছিল যে হাসান শেষ করবে আলহামদুলিল্লাহ।’
(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন