লিটন-তামিমকে নিয়ে যা বললেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু

শেষ ওভারের নাটকীয়তায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তবে এদিন শূন্য রানেই আউট হয়ে যান লিটন দাস। শুধু তাই নয়, তার সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা ভালো নয়। একের পর এক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন তিনি।
লিটন দাসের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে মিরপুরে সোমবার (১৬ ডিসেম্বর) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'লিটনের ব্যাটিং নিয়ে তার আউট নিয়ে আমরা কনসার্ন। তবে যেহেতু সিরিজ চলছে এবং সে অধিনায়ক তাই মন্তব্য না করি। তবে যদি কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট মনে করে তাকে বিশ্রাম দেবে তাহলে সেটা তখন দেখা যাবে। দুটো ম্যাচ এখনও আছে।'
গাজী আশরাফ হোসেন লিপু আরও বলেন, ‘অধিনায়ক নির্বাচনে আমাদের কোন মতামত নেয়া হয় না। আমাদের কাজ দল নির্বাচন করা। কিছু প্রশ্নের উত্তর নেই আমাদের কাছে। যেমন সাকিব। তবে তামিম অ্যাভেলাবেল কিনা তা জানতে হবে।তামিম রান করছে খেলছে এটা দারুণ।’
তিনি আরও বলেন, ‘নতুন বোর্ডের অধীনে আশার আলো দেখা যাচ্ছে তামিমকে নিয়ে। আমরা তামিমের সঙ্গে আলাপ করবো। বোর্ড নির্বাচক কিংবা তামিম বসে। তবে তামিমকে ফিটনেস প্রমাণ দিতে হবে। তবে এই সব বাঁধা হবে না বলেই বিশ্বাস আমাদের।’
দীর্ঘ সাত মাস পর এনসিএল দিয়ে ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। এনসিএল টি-টোয়েন্টিতে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে চারটি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি। প্রথম ম্যাচে রান না পেলেও পরের তিন ম্যাচেই তিনি রান পেয়েছেন। ৬৩.৩৩ গড়ে ও ১৫০.৭৯ স্ট্রাইক রেটে মোট রান করেছেন ১৯০।সবশেষ রোববার বরিশালের বিপক্ষে ৫৪ বলে ৯১ রানের দারুণ একটি ইনিংস খেলেন সাবেক এই অধিনায়ক। তবে তার যতটুকু প্রস্তুতি নেওয়ার কথা ছিল, ততটুকু তিনি সম্পন্ন করেছেন বলে নিজেই জানিয়েছেন। সংবাদমাধ্যমে তামিম বলেন, ‘আমার চারটা থেকে পাঁচটা ম্যাচ খেলার কথা ছিল। তো আজকে (রোববার) আমার শেষ ম্যাচ ছিল। আমার প্রস্তুতি যতটুকু নেওয়ার কথা ছিল, আমার মনে হয় যে আমি সবটুকু ফুলফিল করেছি।’
(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন