তিতাসে আ.লীগের সম্পাদক হলেন জামায়াতের সভাপতি

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪২| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:০৯
অ- অ+

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবু হানিফ মেম্বার। তিনি এই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের সদস্যও।

আগামীকাল (১৮ জানুয়ারি) তিনি এই ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

স্থানীয় আওয়ামী লীগের কমিটিতে থাকার কথা স্বীকার করে আবু হানিফ মেম্বার সাংবাদিকদের বলেন, ‘আমি মেম্বার হওয়ার আগে থেকেই জামায়াতে ইসলামীর সাথে জড়িত ছিলাম। আওয়ামী লীগ আমলে মেম্বার নির্বাচিত হওয়ার পর ওয়ার্ডে অবকাঠামো উন্নয়নমূলক কাজ করার জন্য আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক হই। এখন আমি জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছি।’

আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে তিনি জানান, এখনো পদত্যাগ করেননি তবে করবেন।

বিষয়ে তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে (হানিফ) কীভাবে ওয়ার্ড সভাপতি করা হয়েছে বিষয়ে ব্যাখ্যা আছে। তবে অল্প সময়ে ব্যাখ্যা দেওয়া যাবে না। সাক্ষাতে বলতে হবে।’

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় সেগুন বাগান থেকে ভ্যানচালকের থেতলানো লাশ উদ্ধার
ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে আজ
ঢালিউডের ‘মহানায়ক’ মান্নাকে হারানোর ১৭ বছর
মানুষের কিছু ভুলে বাড়ছে অগ্ন্যাশয়ের ক্যানসার! জানুন, সাবধান হোন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা