বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী চার জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি

মিয়ানমার থেকে আমদানির পণ্য নিয়ে বাংলাদেশে আসার পথে চারটি জাহাজ আটকে রেখেছে রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। আটক থাকা চার জাহাজে আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য রয়েছে।
আরাকান আর্মির হাতে চারটি জাহাজ আটক থাকার তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্য জাহাজগুলো কক্সবাজারের টেকনাফ বন্দরের উদ্দেশে আসার পথে আরাকান আর্মি সেগুলি আটকে রাখে।
টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর ঢাকা টাইমসকে জানান, শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত পণ্যবাহী জাহাজগুলো আরাকান আর্মি ছাড়েনি।
ঢাকা টাইমসকে বাহাদুর বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে প্রথম দফায় দুটি এবং শুক্রবার দুটিসহ মোট চারটি পণ্যবাহী জাহাজ আটক করে আরাকান আর্মি। জাহাজগুলো টেকনাফ জেটিঘাটের ওপারে মিয়ানমার সীমান্তে থেকে আটক করা হয়।’
‘আমরা জানতে পেরেছি তল্লাশির কথা বলে আরাকান আর্মি জাহাজগুলো আটক করে। এ বিষয়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। চার জাহাজে ৩০ থেকে ৪০ কোটি টাকার পণ্য রয়েছে।’
এ ব্যাপারে টেকনাফ উপজেলা ইউএনও শেখ এহসান উদ্দিন ঢাকা টাইমসকে বলেন, ‘টেকনাফ স্থলবন্দরে উদ্দেশে আসা পণ্যবাহী জাহাজগুলো মিয়ানমারের। ওই দেশের জলসীমা থেকেই আরাকান আর্মির সদস্যরা সেগুলি আটক করেছে।’
উল্লেখ্য, মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে কয়েক বছর ধরে যুদ্ধ চালিয়ে আসছে রাখাইন ভিত্তিক জাতিগোষ্ঠীর মিলিশিয়া বাহিনী আরাকান আর্মি।
গত নভেম্বর থেকে লড়াই জোরদার করা বিদ্রোহী গোষ্ঠীটি রাখাইনের অধিকাংশ শহর তাদের দখলে নিয়েছে। মিয়ানমারের প্রধানত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গারা রাখাইন প্রদেশেই বাস করে।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/কেএ/ডিএম)

মন্তব্য করুন