টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠালো বরিশাল

একদিন বিরতি দিয়ে আজ থেকে আবারও শুরু হচ্ছে বিপিএলের মাঠের লড়াই। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল আর চিটাগং কিংস। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। অর্থাৎ মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস প্রথমে ব্যাটিং করবে।
চিটাগং আর বরিশালের পয়েন্ট সমান, ৬ ম্যাচে ৪টি করে জয়। তবে রানরেটে এগিয়ে থাকায় বরিশাল দুইয়ে আর চিটাগং আছে তিন নম্বরে।
একাদশে তিনটি পরিবর্তন এনেছে চিটাগং কিংস। দলটির হয়ে এই ম্যাচে খেলছেন না ওয়াসিম জুনিয়র, মারুফ মৃধা এবং নাঈম। এই তিনজনের জায়গায় খেলবেন খালেদ আহমেদ, শরিফুল ইসলাম এবং হায়দার আলী।
অন্যদিকে একাদশে একটি পরিবর্তন এনেছে বরিশাল। খেলছেন না নাজমুল হোসেন শান্ত। তার বদলে খেলবেন রিশাদ হোসেন।
চিটাগং কিংস একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, উসমান খান, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনুরা ফার্নান্দো, আরাফাত সানি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও আলিস ইসলাম।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, রিপন মন্ডল, ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী, তানভীর ইসলাম এবং জাহানদাদ খান।
(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন