গার্দিওলার সঙ্গে বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন তার স্ত্রী

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, ১৪:২২
অ- অ+

বিয়ের ১০ বছরের মাথায় স্ত্রী ক্রিস্টিনার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার। । স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, তাদের বিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক আছে দুইজনের মধ্যে। বিচ্ছেদের পর এবার প্রথমবার মুখ খুললেন ক্রিস্টিনা।

বর্তমানে স্পেনে আছেন ক্রিস্টিনা। বার্সেলোনায় দেখা গেছে তাকে। তখন স্প্যানিশ সংবাদকর্মীর সঙ্গেও কথা বলেছেন তিনি। সেখানে ক্রিস্টিনা তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সংবাদকর্মী প্রশ্ন করেছিলেন বিচ্ছেদের পর কেমন আছেন তিনি। জবাবে ক্রিস্টিনা বলেন, ‘খুব ভালো, ধন্যবাদ। সবকিছু ঠিক আছে।’

গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে দুই বছরের চুক্তি নবায়ন করেন। স্প্যানিশ অনেক সংবাদমাধ্যমের খবর, চুক্তি নবায়নের কারণেই এই দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে কিছুই জানাননি ক্রিস্টিনা।

স্পেনের দুই সাংবাদিক লোরেনা ভাসকেস ও লরা ফা প্রথম পেপ ও ক্রিস্টিনার বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ করে। এই দুই সাংবাদিককে একসঙ্গে ‘মামারাজ্জিস’ বলে ডাকা হয়। এক পডকাস্টে লোরেনা বলেছিলেন, পেপের বিরুদ্ধে ক্রিস্টিনার অনেক অভিযোগের একটি হলো তিনি নিজের পেশাদারি প্রজেক্টে অনেক বেশি মনোযোগী। যার কারণে গত বছরের ডিসেম্বরে স্পেনের বার্সেলোনায় গিয়ে ক্রিস্টিনাই বিবাহবচ্ছেদের সিদ্ধান্ত নেন। তবে বিবাহবিচ্ছেদের আইনগত কাগজপত্রে দুই পক্ষ সই করেছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

ব্রাজিলিয়ান সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে ১৯৯৪ সাল থেকে একসঙ্গে থাকা শুরু করেন গার্দিওলা। ২০১৪ সালে বার্সেলোনায় ক্রিস্টিনাকে বিয়ে করে সেই সম্পর্কের পরিণতি দেন স্প্যানিশ এই কোচ। এক দশক পেরিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দুজন।

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভার্জিনিয়ায় জয়ের দুই বাড়ির তথ্য চেয়ে এমএলআর পাঠাবে দুদক, নজরে আরও ১৩টি
২০০৭ সালে বরখাস্ত ৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ
ঢাকা উত্তর শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির গ্রেপ্তার
নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-হেলালুদ্দীন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা