ফেনীতে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান

২০১৬ সালের ২৫ জুন রাতে র্যাবের গুলিতে নিহত ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবার নতুন বাড়ি উপহার পাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এ উপহার দিচ্ছেন।
বুধবার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করবেন। এ চাবি হস্তান্তর করবেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।
অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। আরও উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, সদস্যসচিব ও অন্যান্য সদস্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এছাড়া ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হবে।
এ সময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠান সফল করতে বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ দফায় দফায় সভাস্থল পরিদর্শন করেছেন। মঞ্চ তৈরির কাজও শেষ পর্যায়ে। তোরণে তোরণে ছেয়ে গেছে সোনাগাজী উপজেলা। ব্যাপক প্রচারণা চালাচ্ছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম বলেন, বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালাচ্ছেন। জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্মরণকালের বড় একটি জনসভা হতে পারে।
উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা বলেন, আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার কারণে যুবদল নেতা মাসুদকে তথাকথিত ক্রসফায়ারের নামে র্যাব সদস্যরা গুলি করে হত্যা করে। একমাত্র কন্যাসন্তান নিয়ে তার স্ত্রী বেঁচে আছেন।’
(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন