যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির ১১টি মুখপোড়া হনুমানসহ চার পাচারকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৬
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিপন্ন প্রজাতির ১১টি মুখপোড়া হনুমান উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকালে মাতুয়াইল এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন- এমরান হোসেন (২৮), মো. সোহাগ (৩৯) ও মো. আসিফ (২৩)।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনু জানান, এদিন সকালে একটি পাচারকারী চক্রের কিছু সদস্য বিপন্ন প্রজাতির কিছু বন্যপ্রাণী পাচার করার জন্য যাত্রাবাড়ী এলাকা হয়ে যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে বিপন্ন প্রজাতির ১১টি মুখপোড়া হনুমান উদ্ধারসহ পাচারকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তাকৃতরা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বিপন্ন প্রজাতির হনুমানগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা হতে সংগ্রহ করে ঢাকা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।

গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন ২০১২ এর ৬(১) ও ১২(১) ধারা, একই আইনের ৩৪ (খ) এবং ৩৯ ধারা মতে এমরান হোসেনকে তিন মাসের বিনাশ্রাম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মো. সোহাগকে ২১ (একুশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. আসিফকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

পরবর্তীতে মুখপোড়া হনুমানগুলোকে যথাযথ প্রক্রিয়ায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা