হারিয়ে যাওয়া ২০টি মোবাইল উদ্ধার করে দিল পল্টন থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৯
অ- অ+

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করেছে ডিএমপির পল্টন থানা পুলিশ।

বৃহস্পতিবার মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবীর উপস্থিতিতে উদ্ধার ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ডিএমপির পল্টন মডেল থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনগুলো উদ্ধার করা হয়। ৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে।

হারিয়ে যাওয়া মোবাইল দ্রুততম সময়ে ফিরে পেয়ে উচ্ছ্বসিত মোবাইল মালিকরা। তারা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।

এর আগেও পল্টন থানা পুলিশ প্রায় শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছে।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এসএস/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা