বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় হামলা, বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সুঘাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চকনিশি গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে নামজার হোসেন (৫৫) এবং মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তলতা গ্রামের মৃত আলীর ছেলে আব্দুস সাত্তার (৫৫)।
(ঢাকা টাইমস/০৯ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন