সোনালী কাবিন পদক ঘোষণা, ১৫-১৭ ফেব্রুয়ারি কবি আল মাহমুদ স্মরণোৎসব

আগামী ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে কবি আল মাহমুদ স্মরণোৎসব। ঘোষণা করা হয়েছে ‘সোনালি কাবিন পদক ২০২৫’। এবার পদক পাচ্ছেন প্রখ্যাত প্রাবন্ধিক, গবেষক ও বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের এক মতবিনিময় সভায় পদক ঘোষণা ও স্মরণোৎসবের কথা জানানো হয়।
পরিষদের পক্ষে জানানো হয়, বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি স্মরণোউৎসব অয়োজিত হবে। তিন দিনের অনুষ্ঠানের সমাপনী দিন প্রখ্যাত প্রাবন্ধিক, গবেষক ও বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে ‘সোনালী কাবিন পদক’দেওয়া হবে।
স্মরণোৎসবের প্রথম দিন ১৫ ফেব্রুয়ারি সকালে শহরের পুনিআউটে কবির কবরে সুরা ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল হবে। বিকাল তিনটায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও কবিতাপাঠের আসর।
স্মরণোৎসবের আয়োজনে রয়েছে বইমেলা, কারুপণ্য প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ ও বিশিষ্ট কবি-সাহিত্যিকদের আলোচনা সভা।
কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি ইব্রাহিম খান সাদাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক কবি লিটন হোসাইন জিহাদ প্রমুখ।
(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/মোআ

মন্তব্য করুন