সোনালী কাবিন পদক ঘোষণা, ১৫-১৭ ফেব্রুয়ারি কবি আল মাহমুদ স্মরণোৎসব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৫
অ- অ+

আগামী ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে কবি আল মাহমুদ স্মরণোৎসব। ঘোষণা করা হয়েছে ‘সোনালি কাবিন পদক ২০২৫’। এবার পদক পাচ্ছেন প্রখ্যাত প্রাবন্ধিক, গবেষক বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র স্মৃতি পরিষদের এক মতবিনিময় সভায় পদক ঘোষণা ও স্মরণোৎসবের কথা জানানো হয়।

পরিষদের পক্ষে জানানো হয়, বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৫, ১৬ ১৭ ফেব্রুয়ারি স্মরণোউৎসব অয়োজিত হবে। তিন দিনের অনুষ্ঠানের সমাপনী দিন প্রখ্যাত প্রাবন্ধিক, গবেষক বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককেসোনালী কাবিন পদকদেওয়া হবে।

স্মরণোৎসবের প্রথম দিন ১৫ ফেব্রুয়ারি সকালে শহরের পুনিআউটে কবির কবরে সুরা ফাতেহা পাঠ দোয়া মাহফিল হবে। বিকাল তিনটায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা কবিতাপাঠের আসর।

স্মরণোৎসবের আয়োজনে রয়েছে বইমেলা, কারুপণ্য প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ বিশিষ্ট কবি-সাহিত্যিকদের আলোচনা সভা।

কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র স্মৃতি পরিষদের সভাপতি ইব্রাহিম খান সাদাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক কবি লিটন হোসাইন জিহাদ প্রমুখ।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
সুরের মূর্ছনায় ‘মায়াবী সন্ধ্যা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা