প্রেম প্রত্যাখ্যান করায় নামাজরত কিশোরীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫১
অ- অ+

প্রেম প্রত্যাখ্যান করায় দিনাজপুরের কাহারোলে নামাজরত কিশোরীকে কুপিয়েছে এক বখাটে। এক দিন আইসিইউতে চিকিৎসাধীন থেকে কিশোরীটি মারা গেছে।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরীর চাচা বায়েজিত সারোয়ার এসব তথ্য নিশ্চিত করেন।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, গত বুধবার রাত আটটার দিকে বাড়িতে নামাজ পড়ছিল দ্বীপনগর গ্রামের জুয়েল রানার ১৫ বছর বয়সী মেয়ে। সময় প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে আরিফ হোসেন (১৮) নামের বখাটে। সে নামাজরত কিশোরীকে কোমরে আঘাত করে ফেলে দেয় এরপর ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপায়।

সময় কিশোরীর চিৎকারে লোকজন এগিয়ে এলে আরিফ পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে মারা যায় ওই কিশোরী।

কিশোরীকে ছুরিকাঘাতের ঘটনায় তার পরিবার থানায় একটি মামলা করে। ওই মামলায় আরিফ হোসেনকে বুধবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কিশোরীটি মারা যাওয়ায় সেই মামলায় এখন হত্যার ধারা যুক্ত হবে বলে জানা যায়।

নিহতের চাচা বায়েজিত সারোয়ার আসামি আরিফ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই এই বখাটে তরুণ আমার ভাতিজিকে প্রেমের নামে উত্ত্যক্ত করতো। দুই দিন আগেও ওই বখাটে আমাদের বাড়িতে প্রবেশ করেছিল। পরে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে তাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সে সবার অগোচরে বাড়িতে প্রবেশ করে আমার ভাতিজিকে কুপিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই ঘটনায় আরও যদি কেউ জড়িত থাকে, তাকেও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধর্ষণ নিয়ে বক্তব্যের জন্য ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ
ঘাটাইলে আগুনে ৯ দোকান পুড়ে ছাই
বাংলাদেশে এসে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
আজ শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা