বগুড়ায় বিপুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৪| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩১
অ- অ+

বগুড়ায় আবাসিক হোটেলের ব্যবস্থাপক বিপুল হত্যার প্রধান আসামি জুম্মান কসাইকে (৪১) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা।

শনিবার সন্ধ্যায় শহরের চকযাদু রোডে সেলিম হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ১৭ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বগুড়া শহরতলীর মাটিডালি বিমান মোড় এলাকায় সানসাইন আবাসিক হোটেলের ব্যবস্থাপক বিপুল মিয়াকে ছুরিকাঘাত করেন জুম্মান কসাইসহ কয়েকজন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ৯টার দিকে বিপুল মারা যান।

নিহত বিপুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরের মাটিডালী এলাকায় পরিবার নিয়ে বসবাস করে সানসাইন আবাসিক হোটেলে ব্যবস্থাপক পদে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ। তিনি বলেন, গ্রেপ্তারের পর জুম্মান আমাদের জানিয়েছেন, চাঁদা দাবি করে না পেয়ে বিপুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তাকে আজ রবিবার বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৬ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালভোগ-গোলাপখাসে শুরু সাতক্ষীরার আম মৌসুম
পারমাণবিক শক্তিধর ভারত-পাকিস্তানের মধ্যে কে এগিয়ে?
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
কিউইদের বিপক্ষে ‘এ’ দলের সহজ জয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা