সাতক্ষীরায় নাশকতার অভিযোগে যুবলীগ আহ্বায়কসহ ৭৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৫
অ- অ+

সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকায় রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে সড়ক কালভার্টে অগ্নিসংযোগ এবং সরকারি সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানসহ ৭৬ জনের নামে মামলা করা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ঢালীপাড়ার বাসিন্দা আলাউল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সদর থানায় মামলা করেন।

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫() ২৫ (বি) ধারায় দায়ের করা মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানসহ ৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, যুবলীগ নেতা শহীদুজ্জামান শাহীন, আব্দুল খালেক, খন্দকার আওরঙ্গজেব, সেলিম হোসেন, আশরাফুল ইসলাম, মো. হান্নান গাজী আতাউল হক সরদার (আতা)

মামলার এজাহারে বলা হয়, রোববার ভোরে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি বাঁশ, লাঠি, লোহার রড, কুড়াল দা হাতে মিছিল করে বকচরা মোড়ে অবস্থান নেয়। পরে তারা আগুন জ্বালিয়ে রাস্তা কালভার্টের ক্ষতি করার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে এগিয়ে গেলে তারা দ্রুত পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল ইসলাম জানান, ঘটনায় মামলা নেওয়া হয় এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩, শীর্ষে মোটরসাইকেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা