এক পশলা বৃষ্টিতে ভিজল রাজধানী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০২
অ- অ+

পূর্বাভাস ছিল আগেই। সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সন্ধ্যার পর থেকে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি।

যাত্রাবাড়ী, বাড্ডা, তেজগাঁও, মোহাম্মদপুর, মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, বাংলামোটর, এলিফ্যান্ট রোড, মগবাজারসহ রাজধানীর বেশকিছু এলাকায় বৃষ্টি হয়েছে, যা বেশকিছু সময় স্থায়ী ছিল।

এদিকে ছুটির দিনে এমন বৃষ্টিতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় 'অপ্রস্তুত' রাজধানীবাসীকে। এই সময়ের বৃষ্টিতে ভিজলে জ্বর-ঠাণ্ডারও আশঙ্কা রয়েছে। তাই হুট করে নামা শীতের শেষের এই বৃষ্টিতে শরীর ভেজাতে ভয় পেয়েছেন অনেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর পাশাপাশি একই সময়ে বৃষ্টি হয়েছে নরসিংদী, কেরানীগঞ্জ ও মাওয়ায়।

এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, আগামীকাল রবিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি হ্রাস পেতে পারে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় দুজন আটক
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা