মানুষের খেয়ে-পরে বাঁচার জন্যই সংস্কার প্রয়োজন: জামায়াত আমির

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৩| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৫
অ- অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কোনো কোনো দলের নেতারা বলেন সংস্কার বড় কথা নয় মানুষ কীভাবে খেয়ে-পরে বাঁচবে, সেটা বড় কথা। আমি বলছি মানুষের খেয়ে-পরে বেঁচে থাকার জন্য সংস্কার প্রয়োজন।’

একই সঙ্গে তিনি বলেছেন, আগে স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাক। তারপর জাতীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন হলে মানুষের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

শনিবার বিকেলে চাঁদপুর হাজীগঞ্জ বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের ইঙ্গি করে এসব কথা বলেছেন। সম্প্রতি মির্জা ফখরুল আকে অনুষ্ঠানে বলেন, মানুষের কাছে সংস্কার জরুরি নয়, তারা দুই বেলা ভাত, মোটা কাপড়র, চিকিৎসা, শিক্ষার মতো মৌলিক অধিকারগুলো নিয়ে ভাবছে।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘এখন কোনো পৌরসভা-ওয়ার্ডে মেয়র-কাউন্সিলর নেই। একজন প্রশাসক দেয়া হয়েছে। কিন্তু তারা নির্বাচিত নন, তাই জনগণের কোনো দায় তাদের উপর নেই। জনদুর্ভোগ নির্মূলের জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগ কাটবে। তারপর অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। কিন্তু জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার।

ডা. শফিকুর রহমান বলেন, ‘কোনো কোনো দলের নেতারা বলেন সংস্কার বড় কথা নয় মানুষ কীভাবে খেয়ে-পরে বাঁচবে সেটা বড় কথা। আমি বলছি মানুষের খেয়ে-পরে বেঁচে থাকার জন্য সংস্কার প্রয়োজন। নির্বাচনে কালো টাকা বেশিশক্তি প্রদর্শন বন্ধের জন্যই সংস্কার প্রয়োজন। ১৮ বছরের উপরে প্রত্যেককে যাতে নিজের ভোট নিজে দিতে পারে তার জন্য সংস্কার প্রয়োজন, প্রবাসীরা যারা জুলাই বিপ্লবের অন্যতম কারিগর তাদের ভোটের নিশ্চয়তা দেওয়ার জন্যই সংস্থার প্রয়োজন।’

এই সংস্কারগুলো করার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ের পরেই নির্বাচন আয়োজন করতে হবে। গড়িমসি করে সময় নষ্ট করাও কাম্য নয় বলে মন্তব্য করেন জামায়াত আমির।

প্রধান অতিথি আরো বলেন, ‘আমরা জানি এক মাসের মধ্যে সংস্থার সম্ভব নয়, তাই আমরা বলেছি যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে।’

জামায়াত আমির, ‘পেশিশক্তির প্রদর্শন বন্ধের জন্য আরেকটা মৌলিক দাবি আমরা প্রকাশ করেছি সেটি হচ্ছে আমাদের ভোটের আনুপাতিক হারে নির্বাচন। যেই দল যত পারসেন্ট ভোট পাবে সেই দল সংসদে ততটা আসন পাবে। এতে করে প্রত্যেক দলের মেধাবী নেতাদের আসন নিশ্চিত হবে।’

জেলা জামায়াতের নায়েবে আমির অ্আডভোকেট মো. মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, সাবেক জেলা আমীর মাওলানা আবদুর রহিম পাটওয়ারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান।

আর বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন জাহাঙ্গীর আলম প্রধান, মুহাদ্দিস আবু নসর আশরাফী, শহর আমীর এডভোকেট মোঃ শাহজাহান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন, ফরিদগঞ্জ আমীর ইউনুস হেলাল, শাহরাস্তি আমীর মোস্তাফা কামাল, হাজীগঞ্জ উপজেলা কলিম উল্লাহ, কচুয়া উপজেলা আমীর এডভোকেট আবু তাহের মিসবাহ, পৌরসভা আমীর আবুল হাসানাত, ছাত্রশিবিরের শহর সভাপতি মোহররম আলী, জেলা সভাপতি ইব্রাহীম খলিল।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুল ভালো রাখতে পুষ্টিকর ৩ ফল
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা