দলীয় শতকের আগেই তিন উইকেট নেই বাংলাদেশের 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩২| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৭
অ- অ+

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলো না টাইগারদের। দলীয় শতকের আগে ৯৭ রানে ৩ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের হয়ে আজ ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। প্রথম আট ওভারেই তুলে নেন ৪৫ রান।

তবে পরের ওভারেই এই জুটি ভাঙেন মাইকেল ব্রেসওয়েল। মাইকেল ব্রেসওয়েলের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তানজিদ হাসান। আউট হওয়ার আগে করেন ২৪ বলে ২৪ রান। তার বিদায়ে ৪৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

তানজিদ হাসানের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। ক্রিজে এসে শান্তর সঙ্গে জুটি গড়ে দেখেশুনেই খেলতে থাকেন তিনি। তবে বেশিদূর এগোনোর আগেই তাকে থামিয়ে দেন উইলিয়াম ও’রোরকে।

উইলিয়াম ও’রোরকের বলে মিড অনে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান মিরাজ। আউট হেওয়ার আগে করেন ১৪ বলে ১৩ রান। তার বিদায়ে ৬৪ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

মিরাজের বিদায়ের পর আগের ম্যাচে সেঞ্চুরি তুলে নেওয়া তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন নাজমুল হোসেন শান্ত। তবে আগের ম্যাচে সেঞ্চুরি তুলে নিলেও আজ পুরোপুরি ব্যর্থ ছিলেন হৃদয়।

২৪ বলে মাত্র ৭ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান হৃদয়। তার বিদায়ে ৯৭ রানেই ৩ উইকেট হারালো বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেন্টমার্টিনে ৭ কোটি টাকার ইয়াবাসহ ১৭ মাদক কারবারি আটক
জুলাই অভ‍্যুত্থানের অংশীদারেরা একে অপরকে হেয় করে কথা বলা বন্ধ করুন: এবি পার্টি
গণতন্ত্র নস্যাৎ করার জন্য একটি দুষ্ট চক্র নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা করছে: মঈন খান
চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা