হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান এক দিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৭
অ- অ+

হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ খুনের মামলায় সাবেক এমপি আব্দুল মজিদ খানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত-৩ এর বিচারক মো. আব্দুল আলিম তার রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে আব্দুল মজিদ খানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মজিদ খানের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। তবে যুক্তিতর্ক শেষে বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক এমপি আব্দুল মজিদ খানকে রিমান্ডে নেওয়ার জন্য ৫ দিনের আবেদন করা হয়েছিল, তবে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহ আঙ্গুর আলী বলেন, ‘বানিয়াচংয়ে ৫ আগস্টের ৯ হত্যা মামলায় সাবেক এমপি আব্দুল মজিদ খানকে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে, তিনি হবিগঞ্জ শহরের একটি হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে ছিলেন।’

(ঢাকা টাইমস/২৭ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইজারা দ্বন্দ্বে মেঘনার গজারিয়া-নারায়ণগঞ্জ ট্রলার চলাচল আজও বন্ধ, দুর্ভোগ
মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৭- মন না জাগলেও শরীর জাগে
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা