তেজগাঁওয়ে চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী রাজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৫, ১৬:০২
অ- অ+

রাজধানীর কারওয়ান বাজারসহ আশেপাশের এলাকার চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সন্ত্রাসী ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. শরীফ খান ওরফে রাজনকে পিস্তলের গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে পূর্ব তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তার হেফাজত হতে ছয় রাউন্ড পিস্তলের গুলি ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজন তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাটে মাদকসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তেজগাঁও থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ছয় রাউন্ড পিস্তলের গুলি ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, রাজন কারওয়ান বাজারসহ আশেপাশের এলাকার চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে তেজগাঁও থানা ও শেরে বাংলানগর থানায় মাদক ও চাঁদাবাজির ছয়টি মামলা রয়েছে। পাশাপাশি রাজন তিনটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১২মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা