দাগনভূঞায় বসতঘর থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় ছাত্রদল নেতা জাবেদ গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ২১:২২
অ- অ+

ফেনীতে বসতঘর থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় ছাত্রদল নেতা মো. আশরাফুল হাসান জাবেদ (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর এলাকায় নিজ বাড়ি সংলগ্ন মুক্তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গোপন সূত্রে খবর পেয়ে সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক সোমেন মন্ডল ও বাংলাদেশ সেনাবাহিনীর দাগনভূঞা ক্যাম্পের মেজর শাহরিয়ারের নেতৃত্বে মাদক উদ্ধারের জন্য জাবেদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তার আগেই বিষয়টি টের পেয়ে ঘর ছেড়ে পালিয়ে যান তিনি। পরে তার বসতঘর তল্লাশি করে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বেশকিছু ককটেল তৈরির উপকরণ, মাদক সেবনের সরঞ্জাম এবং ২ রাউন্ড বুলেট উদ্ধার করে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃত জাবেদ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহাবায়ক এবং ওই এলাকার মৃত রেজাউল হকের ছেলে।

দাগনভূঞা থানার ওসি লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

(ঢাকাটাইমস/২২মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা