কদমতলীতে তেল মজুদ, অভিযানে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ২১:০৫| আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৪:৪৪
অ- অ+

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য সয়াবিন তেলের বাজার অস্থিতিশীল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে একটি বড় চালান ছিনতাই করে কদমতলী থানার মোহাম্মদবাগে মজুদ করার অভিযোগ উঠেছে।

পরে স্থানীয় কদমতলী থানা পুলিশ এবং এলাকাবাসী ওই ডিপোতে অনুসন্ধান চালিয়ে বিপুল পরিমাণ সয়াবিন তেলের মজুদের সন্ধান পায়। এসময় এ ঘটনার সঙ্গে জড়িত মজুদদারদের গ্রেপ্তার করে মজুদকৃত তেল জব্দ করা হয়।

এ বিষয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিয়াত উল্লাহ জানান, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ অবস্থায় পেয়েছি এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘এ ধরনের অবৈধ মজুদদারি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায়। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।’

জনগণকে এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে সজাগ থাকার এবং সন্দেহজনক তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানান ওসি শফিয়াত উল্লাহ।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটাই হবে: চরমোনাই পীর
সোনারগাঁয়ে 'বালিশ চাপা' দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ 
কর্ণফুলী আবাসিক পাবে ভান্ডালজুড়ির পানি, চুক্তি স্বাক্ষর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা