মিরপুরে রনি হত্যা মামলার আসামি ডিজে সোহেল কেরানীগঞ্জে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ২৩:০৭
অ- অ+

রাজধানীর মিরপুরের রনি হত্যা মামলার আসামি সোহেল ওরফে ডিজে সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শাহআলী থানা পুলিশ।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার ঢাকার কেরানীগঞ্জ থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রনি হত্যা মামলার আসামি।

জানা গেছে, গত ১৭ মার্চ মাদকের টাকা ভাগাভাগি নিয়ে শাহআলী থানাধীন রাসেল পার্কের সামনে রনি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ওই দিন রাতেই সোহেল ওরফে ডিজে সোহেলসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর শাহআলী থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় সোহেলকে ৩ নম্বর আসামি করা হয়।

আরও জানা গেছে, সোহেলের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও একাধিক মাদক মামলা রয়েছে। নাচ-গানে জড়িত থাকায় এই মাদক ব্যবসায়ীকে স্থানীয়রা ডিজে সোহেল বলেই চেনেন। হত্যা মামলার পরই পলাতক ছিলেন তিনি।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটাই হবে: চরমোনাই পীর
সোনারগাঁয়ে 'বালিশ চাপা' দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ 
কর্ণফুলী আবাসিক পাবে ভান্ডালজুড়ির পানি, চুক্তি স্বাক্ষর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা