ভৈরবে গৃহবধূ হত্যা: স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা, দুজনই গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে গৃহবধূ আখি আক্তার হত্যার ঘটনায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের মা মরিয়ম বেগম বাদী হয়ে নিহতের স্বামী ও শ্বশুরসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলাটি করেন।
ঘটনার পর পর পুলিশ স্বামী- শ্বশুর দুজনকে আটক করে। বুধবার সকালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।
জানা যায়, মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে দেখা করায় স্বামী ইমরান আখিকে পিটিয়ে আহত করে। পরে তিনি গলায় ওড়না পেঁচিয়ে ঘরে আত্মহত্যা করেন বলে প্রচার করে স্বামী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠায়।
নিহত গৃহবধূর মা মরিয়ম বেগম বলেন, আমার মেয়েকে ইমরান পিটিয়ে হত্যা করার পর আত্মহত্যার প্রচার করে এলাকায়। মঙ্গলবার ঘটনার সময় আমার সামনে তাকে মারধর করে টেনে হিঁচড়ে বাসায় নিয়ে যায়। আমি কিছুক্ষণ পর শুনতে পারি আমার মেয়ে মারা গেছে। আমি ঘটনার বিচার পেতে মামলা করেছি।
এ বিষয়ে স্বামী ইমরান মিয়ার দাবি, তার স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তাকে পিটিয়ে আহত বা হত্যা করার অভিযোগ সে অস্বীকার করে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, ‘আখির মৃত্যুর ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন নিহতের মা। ঘটনায় স্বামী-শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
(ঢাকাটাইমস/২৬মার্চ/এজে)

মন্তব্য করুন