দিনাজপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে টিএসআই নিহত 

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৫, ২৩:৩১
অ- অ+

দিনাজপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম নামে ট্রাফিক পুলিশের এক টিএসআই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর কাহারোল উপজেলার দশমাইল-বীরগঞ্জ হাইওয়ের ১১মাইল পূর্ব সাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত টিএসআই আব্দুল করিম (৫০) দিনাজপুর ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি দিনাজপুরের শেষ সীমানায় নীলফামারী জেলার সৈয়দপুর রাবেয়া নামক এলাকায়।

হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, দিনাজপুর সদর ট্র্যাফিক টিএসআই আব্দুল করিম সংগীয় ফোর্সসহ বীরগঞ্জ থানা এলাকায় ডিউটি শেষে দিনাজপুরের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা করে কাহারোল থানাধীন দশমাইল-বীরগঞ্জ হাইওয়ের ১১মাইল পূর্ব সাদিপুর এলাকায় পৌঁাঁলে বীরগঞ্জগামী শামীম পরিবহন এর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর হাইওয়ে পুলিশ জানায় দুর্ঘটনার পরপরেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌছায় এবং লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । দুই পাশের যানচলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, ঘাতক চালক, হেলপার ও বাসটিকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা