পাটুরিয়া নৌপথে ঈদযাত্রায় ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন পারাপার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৫, ১১:৫৭| আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১২:০২
অ- অ+

ঢাকা-আরিচা মহাসড়কে ঈদুল ফিতরের ছুটির কারণে কাটা পথের যাত্রী ও যানবাহনের চাপ লক্ষ্য করা গেলেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কোনো ধরনের ভোগান্তি নেই।

শনিবার বেলা ১১টা নাগাদ পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেলেও ঘাট পারাপারে যাত্রী ও যানবাহন কোনো সমস্যা ছাড়াই চলাচল করছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটটি দেশের অন্যতম ব্যস্ত নৌপথ। এখানে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার যানবাহন এবং হাজার হাজার যাত্রী পারাপার হন। তবে এবারের ঈদযাত্রায় যাত্রী সংখ্যা ও যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীদের নিরাপদ ও দ্রুত পারাপারের জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ১৭টি ফেরি ও ২০টি লঞ্চের মাধ্যমে পারাপার নিশ্চিত করছে।

এ বিষয়ে পাটুরিয়া ঘাটে কথা হয় কয়েকজন যাত্রীর সঙ্গে। নবীনগর থেকে আসা গার্মেন্টস কর্মী লতা জানান, মহাসড়কে ছোট-বড় গাড়ির চাপ ছিল, তবে পাটুরিয়া ঘাটে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই আমরা পার হচ্ছি। ভাড়া একটু বেশি হলেও ঘাট পারাপারে কোনো সমস্যা হয়নি।

ঢাকা থেকে আসা যাত্রী ছামাদ বলেন, প্রতিবারের মতো আমি বাগেরহাট যাচ্ছি। মহাসড়কে কাটা পথের যাত্রীর সংখ্যা বেশি, তবে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে না। এখন ফেরি যাত্রীদের জন্য অপেক্ষা করছে।

দূরপাল্লার কোচ চালক শাহিন মিয়া বলেন, আগে ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করতে হতো, এখন সময় কম লাগছে। তবে মহাসড়কে তিন চাকার যানবাহন বেশি থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। ঈদের সময় এসব যানবাহন বন্ধ করা হলে ভালো হবে।

পাটুরিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার পান্নালাল নন্দী জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২০টি লঞ্চ চলাচল করছে। আজ যাত্রীদের চাপ বাড়তে পারে, তবে ভোগান্তির সম্ভাবনা নেই।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের এজিএম আবদুস সালাম জানান, যাত্রী ও যানবাহন দ্রুত পারাপারের জন্য ১৭টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে। তিনটি ঘাটই সচল রয়েছে। চাপ বাড়লেও যাত্রী ও যানবাহনগুলোকে অপেক্ষা করতে হবে না। যাত্রীদের চাপ বাড়লে প্রয়োজনে ফেরি আন্ডারলোডের মাধ্যমে পারাপার করা হবে।

(ঢাকা টাইমস/২৯মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা