বগুড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২৫, ২০:২৮
অ- অ+

বগুড়ায় ঈদের দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা আরেকজন আহত হয়েছেন।

সোমবার বিকাল ৩টায় উপজেলার মহিপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহিপুর জামতলা এলাকার আমিনুল ইসলামের ছেলে শাহ আলম (৩২) ও তার মেয়ে সেজদান আলম সামান্তা (৪)। আহত ব্যক্তির নাম বাবলু। তিনি শাহ আলমের শ্বশুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন আরোহী থাকা মোটরসাইকেলটি রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিমে আসছিল। এ সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়ার পথেই বাবা-মেয়ে মারা যায়। শ্বশুর বাবুল আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক আব্দুল খালেক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসী স্বামীকে বিদায় জানানো হলো না, বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা