সিরাজগঞ্জে ঈদের নামাজের খুতবা ধীরে বলাকে কেন্দ্র করে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২৫, ২০:৫৭
অ- অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদুল ফিতরের নামাজের খুতবা ধীরে বলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১১ জন আহত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামে আহালে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজে ইমাম খুতবা ধীরে পড়ায় না শুনতে পেরে ওই এলাকার হেলাল সরকার এবং ছালাম মোল্লার মধ্যে মসজিদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

পরবর্তী দমদমা বাজারে এর রেশ ধরে হেলাল সরকার এবং ছালাম মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতরা হলেন- উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামের হেলাল সরকার (৪৩) উজ্জ্বল (২৮), আলম (৪৬), করিম সরকার (৪৫) শাকিল (২২), শফিকুল (৪২), ছালাম (৪৫), বেলাল (৩৮) ছারোয়ার (২৮), সবুজ (১৮), সাখয়াত (৪০)।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক সুজিত কুমার জানান, ঈদের নামাজের খুতবা ধীরে বলায় এটি নিয়ে হেলাল সরকার ও ছালাম মোল্লার মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে নামাজ শেষ সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ১১ জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

উপপরিদর্শক সুজিত কুমার জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হবে বলে উভয়পক্ষ প্রতিশ্রুতি দিয়েছে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা