সাভারে অস্ত্রসহ বিএনপি নেতার বাড়িতে ঢুকে আটক হলেন দুই যুবক

সাভার (ঢাকা) প্রতিনিধি
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৫, ০৯:৫৭| আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৯:৫৯
অ- অ+

ঢাকার সাভারে ঈদের দিন রাতে এক বিএনপি নেতার বাড়িতে হামলার উদ্দেশ্যে অস্ত্রসহ প্রবেশ করে পুলিশের হাতে আটক হয়েছে দুই যুবক। এসময় তাদের সঙ্গে থাকা আরো ৫-৬ জন পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার রাতে সাভারের ছায়াবীথি এলাকায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর লায়ন খোরশেদ আলমের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

আটককৃতরা হলেন- সাভারের বিনোদবাইদ এলাকার আলাউদ্দিন আলালের ছেলে বাশার শেখ (৩১) ও সাভারের ওয়াপদা রোড এলাকার বাসিন্দা রওশন আলীর ছেলে পারভেজ (২২)। তাদের মধ্যে বাশারের নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।

প্রতক্ষদর্শীরা জানান, গতকাল রাতে ঈদ উপলক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সাবেক কাউন্সিলর লায়ন খোরশেদ আলমের বাসায় ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য আসেন। এসময় অভিযুক্ত দুজনকে ভিড়ের মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে উপস্থিত লোকজন তাদেরকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা আরো ৫-৬ জন দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি সুইচ গিয়ার চাকু এবং পালিয়ে যাওয়া বাকিদের ফেলে যাওয়া দুটি বড় রামদা উদ্ধার করে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে বিএনপি নেতা লায়ন খোরশেদ আলম বলেন, “শত্রুতার জের ধরে সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভি দুদিন আগে আমাকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়। সেই কল রেকর্ড আমার কাছে রয়েছে। তারই প্রেক্ষিতে আজকে আমাকে হত্যা করার জন্য এই ভাড়াটে খুনীদের আমার বাড়িতে পাঠিয়েছে সে। আটককৃতরা পুলিশের কাছে সেই স্বীকারোক্তিও দিয়েছে। এ ব্যাপারে আমি প্রশাসন ও সাভারবাসীর কাছে বিচার চাই এবং আমার এবং আমার পরিবারের জীবনের নিরাপত্তা চাই।”

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

(ঢাকাটাইমস/০১এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে: সলিমুল্লাহ খান
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা