নরসিংদীতে চোর সন্দেহে পিটুনির প্রতিবাদ করায় গণপিটুনিতে নিহত ২ ভাই

নরসিংদীর পলাশ উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটুনির প্রতিবাদ করে গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন দুই ভাই। ঈদের দিন সোমবার রাত ৮টার দিকে উপজেলার ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাকিব মিয়া (২০) ও রাকিব মিয়া (২৬)। তারা করতেতৈল এলাকার বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে একজন নরসিংদী সদর হাসপাতালে, অন্যজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
জানা গেছে, সোমবার সকালে চোর সন্দেহে করতেতৈল এলাকার হিমেল নামের এক যুবককে পিটুনি দেয় পাশের ভাগদী এলাকার কিছু লোক। এ ঘটনার প্রতিবাদ জানাতে সন্ধ্যার পর ভাগদী এলাকায় যান দুই ভাই রাকিব ও সাকিবসহ কিছু লোক। এ সময় সেখানে বাগ্বিতণ্ডার পর দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে গণপিটুনিতে আহত হন সাকিব ও রাকিব।
পরে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। এর মধ্যে সাকিব নরসিংদী সদর হাসপাতালে এবং ঢামেকে নেওয়ার পথে রাকিব মারা যান।
নিহতদের স্বজনদের অভিযোগ, দাবি করা চাঁদা না দেওয়ায় ভাগদী এলাকার সন্ত্রাসীরা দুই ভাইকে হত্যা করেছে।
জানতে চাইলে নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক সুদ্বীপ কুমার সাহা বলেন, “একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। তাদের শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “চোর সন্দেহে একজনকে ভোরে পিটুনি দেয় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, এরই প্রতিবাদ করতে গিয়ে পুনরায় পিটুনির ঘটনা ঘটেছে।”
ওসি আরও বলেন, “আমরা চাঁদাবাজির কোনো তথ্য পাইনি। তবে তদন্ত করে দেখছি এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না।”
(ঢাকাটাইমস/০১এপ্রিল/এফএ)

মন্তব্য করুন