সখীপুরে ঈদের দিন লাবিব গ্রুপের ১০ লাখ টাকা সহায়তা 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৫, ১২:২৪| আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১২:৩৩
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে ৪০ জন অসহায় ও দরিদ্র রোগীকে ১০ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার পবিত্র ঈদ-উল-ফিতরের দিন দুপুরে সখীপুর পৌর শহরের রায়দা ভিলেজে এসব রোগীদের অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

লাবিব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে উপজেলার ৪০ জন জটিল ও অপারেশনের রোগীদের এ অর্থ সহায়তার আওতায় আনা হয়।

এসময় সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, “লাবীব গ্রুপ গত ২৫ বছর ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে এসব মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা গর্বিত।”

উল্লেখ্য, লাবিব গ্রুপ পবিত্র রমজান মাসে বাসাইল-সখীপুরের অন্তত ১৫ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করে।”

(ঢাকাটাইমস/০১এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো  খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা