infostation welcome Banner

নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৫, ২৩:০৭
অ- অ+
ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-মাইজদী সড়কে চলন্ত সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সিএনজিতে থাকা পাঁচ শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মাইজদী-চৌরাস্তা সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাওলাদার বাড়ির আব্দুল বারিক হেকিমের মেয়ে কহিনুর হোসেন (৫৫), চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহরিয়ার (৯) মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১), একই ওয়ার্ডের ইকবালের ছেলে তাওহিদ (৫) ও মেয়ে শাহানা (১০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজি যোগে বেগমগঞ্জের চৌরাস্তার দিকে যাচ্ছিল যাত্রীরা। পথে তাদের সিএনজিটি মাইজদী-চৌরাস্তা সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে গেলে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে সিএনজি ভেতরে থাকা পাঁচ শিশুসহ ৬জন দগ্ধ হয়।।

বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এসে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অগ্নিদগ্ধের মধ্যে কহিনুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, দগ্ধদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের শরীর ৫ থেকে ৭ভাগ পুড়েছে। বর্তমানে তারা সবাই আশঙ্কা মুক্ত।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়া জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ
মাইলস্টোন ট্র্যাজেডি: আইসিইউতে মৃত্যুর কাছে হার মানলো জারিফ
ভারতে বিমান দুর্ঘটনার ৪ দিন পরই ছুটিতে গেলেন ১১২ পাইলট!
স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কর্নেল অলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা