টঙ্গীতে ছুরিকাঘাতে প্রাণ গেল পোশাক শ্রমিকের

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৯
অ- অ+

টঙ্গীতে আলিমুল (২৫) নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। রবিবার রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন ৫২নং ওয়ার্ডের বড় দেওড়া মুদাফা এলাকার উত্তরা প্রবর্তন সিটির মাঠে এ ঘটনা ঘটে। নিহত আলিমুল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কলিমুদ্দিনের ছেলে। তিনি মুদাফা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন।

নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরনে ছিল সাদাকালো চেক শার্ট ও নেভি ব্লু জিন্স প্যান্ট।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রবর্তন মাঠে হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শুনে মানুষ দৌড়ে যায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত যুবককে উদ্ধার করে স্থানীয় লোকজন উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখান থেকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা রেজওয়ান জানান, ‘আমার ভাতিজা মুদাফা এলাকার একটি গার্মেন্টসে চাকরি করে। আগামীকাল তার অফিস খোলা। কিন্তু একদিন আগেই আলিমুল বাড়ি থেকে টঙ্গীতে যায়। এরপর আজ রাতে তার মৃত্যুর সংবাদ পাই।’

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান খবরটি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা চলমান রয়েছে। যে বা যারা খুনের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে কাজ চলছে।’

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে: সলিমুল্লাহ খান
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা