আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫, ১৫:২৪| আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৫:২৯
অ- অ+

সাভারের আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। এসময় মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ১৫ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বেলতলা বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করেন পাথালিয়া ইউনিয়নের বাসিন্দারা।

এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় খেজুরটেক এলাকার মজিবর ও সৈকত চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে এলাকার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

মানববন্ধনে উপস্থিত আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, মজিবর ও সৈকত এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও অদৃশ্য কারণে ছাড়া পেয়ে আবারো মাদক কারবারে যুক্ত হয়েছে। এদের দৌরাত্ম্যে এলাকার উঠতি বয়সী ছেলেপেলে মাদকের সাথে জড়িয়ে পড়ছে আর এতে এলাকায় চুরি ছিনতাই বেড়ে যাওয়াসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাই আমরা এলাকাবাসী এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজকে রাস্তায় নেমেছি। অতি দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে এলাকাবাসী আরো কঠোর কর্মসূচি পালন করবে।

(ঢাকা টাইমস/০৭এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা