শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৫, ১৬:০৭
অ- অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও প্রাণের উৎসব ‘ফাগুয়া উৎসব’-এর বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে ভার্চুয়ালি এ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, ফিনলে টি কোম্পানির বালিশিরা ভ্যালির ডিজিএম মো. সালাউদ্দিন, চা শ্রমিক নেতা পরিমল সিংহ বাড়াইক এবং ফাগুয়া উদযাপন পরিষদের আহবায়ক ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রীতম দাস প্রমুখ।

আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় চা জনগোষ্ঠীর বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। এতে পরিবেশিত হয় হোলী গীত, কুরমালি নৃত্য, কুই নৃত্য, গানতি বেজনী, শেরতেলু, ওড়িয়া নৃত্য, শারুল, লাঠি নাচ, ভমকচ, মুন্ডারী গান, ওড়িয়া ভজন, দং, ঝুমুর, কড়া, মংগলা, ভুজপুরি এবং খাড়িয়া নৃত্যসহ বিভিন্ন নৃত্য ও সংগীত পরিবেশনা।

এই উৎসবে দেশের বিভিন্ন চা বাগান থেকে কয়েক হাজার চা শ্রমিক অংশগ্রহণ করেন। উৎসবটি ছিল চা জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অপূর্ব মিলনমেলা।

(ঢাকা টাইমস/১৩এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা