সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪৭| আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪৮
অ- অ+

পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদ ও দ্রুত হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নবনির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দুই পাশে বাঁশ দিয়ে বেড়িকেড দিয়ে অবরোধ করেন তারা। পরে অনুরোধে সড়কের পূর্ব পাশ খোলে দেন। কিন্তু অপর দিকে অবরোধ চলছে।

এতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে মঙ্গলবারও একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে শান্তিগঞ্জ ইউএনও সুকান্ত সাহা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝাতে ব্যর্থ হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে যোগ দিয়েছে স্থানীয় জনতা।

খোঁজ নিয়ে জানা গেছে, ওয়ার্ড ক্লাস ও হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষার্থীর অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে। ক্লাস বর্জনের পর আজ শতাধিক শিক্ষার্থী অবরোধের ডাক দেন। এ সময় রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন চলাচলকারী যাত্রীরা।

মেডিকেল কলেজের শিক্ষার্থী পিয়াস, সাইদুল জানায়, মেডিকেল কলেজের ছাত্র আমরা অথচ আমাদের মেডিকেলে ওয়ার্ড ক্লাস ও হাসপাতাল না থাকায় এখানে ক্লাস করে কি শিখব। এসব যদি না থাকে তাহলে কেন মেডিকেল কলেজ স্থাপন করা হল। অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি আজকে সড়ক অবরোধ করেছি।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করবেন।

(ঢাকা টাইমস/১৬এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা