হাতিরঝিল এলাকায় ময়লা-আবর্জনা দেখে রাজউক চেয়ারম্যানের অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৫, ১৪:০২
অ- অ+

রাজধানীর হাতিরঝিল এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু।

শনিবার সকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকায় যান। এসময় তিনি সেখানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান পরিচ্ছন্নতা কর্মী ও সংশ্লিষ্ট সবাইকে কঠোর নির্দেশনা দেন।

প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু হাতিরঝিল এলাকাভুক্ত লেক, পার্ক এবং রেস্টুরেন্টগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন। একপর্যায়ে অপরিকল্পিত বর্জ্য নিষ্কাশন বন্ধ করার জন্য এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা পরিষ্কার করার জন্য তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

রাজউক চেয়ারম্যান বলেন, “যত্রতত্র আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকলে মশা মাছি বাসা বেঁধে বংশ বিস্তার করে। একই সঙ্গে জীবাণু ছড়ায়। এসব রোধ করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। একটি বাসযোগ্য ঢাকা গড়তে হলে সকলের সচেতনতা অত্যন্ত প্রয়োজন। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা