ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার করোনাভাইরাসে আক্রান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৫, ১০:১৭| আপডেট : ১০ জুন ২০২৫, ১২:০৬
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। ব্রাজিলিয়ান গণমাধ‍্যমের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। নেইমারের ক্লাব সান্তোসও তার করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে।

পিএসজি থেকে সৌদি ক্লাব আল-হিলালে কাঁড়ি কাঁড়ি অর্থের বিনিময়ে গেলেও চোটের কারণে মাঠের বাইরেই বেশি ছিলেন নেইমার। সাম্প্রতিক সময়ে চোট কাটিয়ে মাঠে ফেরার চেষ্টা করছিলেন তিনি। এরই মধ্যে আক্রমণ করল করোনাভাইরাস। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নেইমারকে আইসোলেশনে রাখার কথা জানিয়েছে সান্তোস।

ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিয়ো রোমানার ইন্সটাগ্রামের বার্তায় লেখেন, ‘নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। সান্তোস তাদের বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবার তার শরীরে উপসর্গ দেখা যায়। ফলে অনুশীলন করেননি। সোমবার আবার পরীক্ষা করা হবে।’

ব্রাজিলের গণমাধ্যম গ্লোবোকে সান্তোসের এক কর্মকর্তা বলেন, ‘বৃহস্পতিবার থেকেই নেইমারের জ্বর। কয়েক দফা টেস্ট করার পর সান্তোসের মেডিকেল স্টাফরা নিশ্চিত করেছেন যে নেইমার কোভিড আক্রান্ত। যখন থেকে তার মধ্যে করোনার অনুষঙ্গ লক্ষ্য করা গেছে তখন থেকেই তাকে সব কিছু থেকে আলাদা করে রাখা হয়েছে। চিকিৎসকের পরামর্শেই তিনি এখন বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।’

(ঢাকাটাইমস/১০ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
ইতিহাস গড়ে মিয়ামিকে জেতালেন মেসি
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা