একসঙ্গে গাইলেন আকাশ মাহমুদ-মহুয়া মুনা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৫, ১৯:২৭
অ- অ+

এ সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আকাশ মাহমুদ। এই সংগীতশিল্পীর প্রায় সকল গান দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। আকাশ নিজে যেমন ভালো গান গাইতে পারেন ঠিক তেমনি দারুণ সুর করেন। সংগীতায়োজনের কাজেও অনবদ্য তিনি। সেই সাফল্যে উজ্জীবিত হয়েই নিয়মিত গান করে যাচ্ছেন এই তরুণ।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি ব্লাক বক্স মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আকাশ মাহমুদের কণ্ঠে ‘চোখে লাগে তোর পিরিতের নেশা' শিরোনামের নতুন গান। এতে তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন মহুয়া মুনা। আশিক মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ নিজেই৷ গানের কথার সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানটি কোরিওগ্রাফি করেছেন গৌরব গোগো এবং পরিচালনা করেছেন আশিক মাহমুদ৷ ভিডিওতে মডেল হয়েছেন - আরাফাত আজগর ও জয়শ্রী দেবী। প্রযোজনা করেছেন রনি।

নতুন গান প্রসঙ্গে কন্ঠশিল্পী আকাশ মাহমুদ বলেন, গানের কথা দারুণ৷ বরাবরের এবারও চেষ্টা করেছি ভিন্নতা শ্রোতাদের ভালো একটি গান উপহার দেওয়ার। আশা করছি, গান-ভিডিও সবার ভালো লাগবে।

কন্ঠশিল্পী মহুয়া মুনা বলেন, গানের কথা গুলো ভালো লেগছে। আকাশ মাহমুদের সঙ্গে কাজ করেছি। গানটি ভিন্নতা আছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।

নির্মাতা আশিক মাহমুদ বলেন, বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে।মিউজিক ভিডিওতে মডেল দুজনের রসায়নটা দারুণ ছিলো। আশা করছি দর্শক গানটি ভালো ভাবে নিবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা