ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৫, ২০:৫০
অ- অ+

মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’। সংস্থাটি বলেছে, হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে আগামী ২৭ মে সন্ধ্যায়। আর ২৮ মে হবে জিলহজের প্রথম দিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

শুক্রবার আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এই ঘোষণা দেন।

তিনি উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

যদি জ্যোতির্বিদ্যার এ তথ্য সঠিক হয় তাহলে ৯ই যিলহজ্জ ও ৫ জুন হবে আরাফাতের দিন। এর পরের দিন অথাৎ ৬ জুন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। তবে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।

সংযুক্ত আরব আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার (ইসলামী বছর ১৪৪৫ হিজরি) অনুসারে, আরাফাহ দিন এবং ঈদুল আজহার উপলক্ষে ৯ থেকে ১২ জিলহজ পর্যন্ত পর্যন্ত, যা চার দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয় সে হিসেবে এখানকার মানুষ ৭ অথবা ৮ জুন ঈদ পালন করবেন।

সূত্র: গালফ নিউজ

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের
পূর্ব রাজাবাজারে রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে রাজউক চেয়ারম্যানের মতবিনিময়
চীনের বিশেষ হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
তিন দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা