কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের ফের গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, ১১:৪০| আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১১:৪৪
অ- অ+

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি হয়েছে।

রবিববার এ সংঘর্ষ হয় বলে সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও কুপওয়া জেলায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনাবাহিনী। ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, রাতে পাকিস্তানের সেনা চৌকিগুলো থেকে কোনো উসকানি ছাড়াই গুলি চালানো হয়েছে।

ভারতের প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র পিটিআইকে জানান, ২৭-২৮ এপ্রিল রাতের মধ্যে, কুপওয়া ও পুঞ্চ জেলার বিপরীতে থাকা এলাকা থেকে পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে বিনা উসকানিতে গুলি চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তফসিল ঘোষণার আগে বছরের যেকোনো সময় ভোটার তালিকা করতে পারবে ইসি
থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই যুবকের লাশ উদ্ধার
শীর্ষ সন্ত্রাসী জোসেফের সহযোগী পিচ্চি শাহীনসহ ৪ জন গ্রেপ্তার
প্রথম মৃত্যুবার্ষিকীতে শাফিন আহমেদকে শ্রদ্ধা জানিয়ে আবেগঘন পোস্ট আসিফের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা