আবারো কন্যা সন্তানের বাবা হলেন নেইমার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৫, ২১:৪৭| আপডেট : ০৬ জুলাই ২০২৫, ২২:২২
অ- অ+

ব্রাজিল সুপারস্টার নেইমার আবারও বাবা হয়েছেন। ৫ জুলাই ভোরে তার স্ত্রী ব্রুনা বিয়ানকার্দির কোল আলো করে এসেছে কন্যা সন্তান। সবমিলিয়ে নেইমার এখন চার সন্তানের গর্বিত পিতা। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মেল। মেল নেইমারের চতুর্থ সন্তান হলেও ব্রুনা বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান। এই জুটির প্রথম সন্তান মাভি।

সন্তান আগমনের খবর জানিয়ে নেইমারের বান্ধবী ব্রুনা লিখেছেন, ‘আমাদের মেল এসেছে! আমাদের জীবন এখন আরও মধুর হয়ে উঠেছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বররের আশীর্বাদ থাকুক তোমার জীবনে, সব খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!’

নেইমারের প্রথম সন্তান ছেলে দাভি লুকা জন্ম নিয়েছিল ২০১১ সালে, সাবেক প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের ঘরে। এর ১২ বছর পর ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় ২০২৩ সালে কন্যা সন্তান মাভির বাবা হন নেইমার। নয় মাসের মাথায় ২০২৪ সালের জুলাইয়ে তৃতীয় সন্তান আসে নেইমারের। আমান্দা কিম্বারলির ঘরে আসে কন্যা সন্তান হেলেনা।

৩৩ বছর বয়সী নেইমার ফের কন্যা সন্তানের বাবা হলেন। তার এক কন্যা সন্তান মাভি রয়েছে বর্তমান সঙ্গী বিয়ানকার্দির সঙ্গে। এবার বিয়ানকার্দি মা হয়েছেন নেইমারের চতুর্থ সন্তান মেল-এর।

নেইমার বর্তমানে ব্রাজিলের ক্লাব সান্তোসে আছেন। ফলে বাবার দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে এখন সন্তানের পাশে থাকতে পারবেন তিনি।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান: চিহ্নিত ছিনতাইকারীসহ ৪১ জন গ্রেপ্তার
সিআইডির এসপি ও ডিএমপির পরিদর্শক পরিচয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজির চেষ্টা, গ্রেপ্তার দু’জনকে ৫ দিনের রিমান্ড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হিন্দু আইন’ নিয়ে দিনব্যাপী সেমিনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা