নাঈমের ফাইফারে লিড পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২০ জুন ২০২৫, ১৪:৩৩| আপডেট : ২০ জুন ২০২৫, ১৪:৪৪
অ- অ+

গল টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের ৪৯৫ রানের জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হলো ৪৮৫ রানে।

নাঈম হাসানের দারুণ বোলিং নৈপূণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। টাইগারদের পক্ষে পাঁচ উইকেট শিকার করেন নাঈম হাসান।

আজ ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। উইকেটে আসেন গতকালের অপরাজিত দুই ব্যাটার কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়াকে আউট করেন নাঈম হাসান। দিনের তৃতীয় ওভারের শেষ বলে ধনাঞ্জয়াকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান ডানহাতি টাইগার স্পিনার।

চতুর্থ দিনে খেলতে নেমেই ঘুরে দাঁড়ান বাংলাদেশের বোলাররা, বিশেষ করে অফ স্পিনার নাঈম হাসান। নাঈম চতুর্থ দিন সকালে একাই শিকার করেন চারটি উইকেট— কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, থারিন্দু রাত্নায়াকা এবং ইনিংসের শেষ ব্যাটার আসিথা ফার্নান্ডো। এর আগে তৃতীয় দিন ফিরিয়েছিলেন অভিজ্ঞ দিনেশ চান্ডিমালকে। সবমিলিয়ে ৪৩.২ ওভার বল করে ১২১ রানে ৫ উইকেট নেন নাঈম, যা তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাঈম হাসান ছাড়া হাসান মাহমুদ নেন ৩ উইকেট, তাইজুল ইসলাম ও মুমিনুল হক পান একটি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ দল। সাদমান ইসলাম ও আনামুল হক ব্যাট হাতে নেমেছেন।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন ৩৬৮/৪) ১৩১.২ ওভারে ৪৮৫ (কামিন্দু মেন্ডিস ৮৭, ধানাঞ্জায়া ১৯, কুসাল মেন্ডিস ৫, মিলান রাত্নায়াকে ৩৯, থারিন্ডু রাত্নায়াকে ০, জয়াসুরিয়া ১১*, আসিথা ৪; হাসান ২১-৪-৭৪-৩, নাহিদ ১৯-০-৯৭-০, তাইজুল ৪১-৩-১৫৬-১, নাঈম ৪৩.২-৪-১২১-৫, মুমিনুল ৭-০-২৮-১)

(ঢাকাটাইমস/২০জুন/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গল টেস্ট: বৃষ্টি-বাধায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে
শ্রীলঙ্কাকে ২৯৬ রানের লক্ষ্য দিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
ইতিহাসের পাতায় নাম লেখালেন শান্ত
বৃষ্টির পর খেলা শুরু, শান্ত কি পারবেন ইতিহাস গড়তে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা