মেলায় ২৮০০ টাকায় স্মার্টফোন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘এডাটা স্মার্টফোন ও ট্যাব মেলা’। মেলায় আয়োজক এক্সপো মেকার। মেলায় দেশ-বিদেশি স্মার্টফোন ও ট্যাব নির্মাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এবারের মেলায় মাত্র ২৮০০ টাকায় একটি স্মার্টফোন নিয়ে এসেছে ভারতে প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স।
সাশ্রয়ী দামের এই স্মার্টফোনটির মডেল কিউ ৩০১। এতে আছে ১.২ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর। এর ডিসপ্লে ৪ ইঞ্চির ডব্লিউভিজিএ। ফোনটি থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করে।
ফোনটিতে আরও আছে ৫১২ মেগাবাইটের র্যাম। এর রিয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ০.৩ মেগাপিক্সেলের।
অ্যানড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির বিল্টইন মেমোরি ৪ জিবি। এতে ১৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
এছাড়াও মাইক্রোম্যাক্স মেলায় ৭৩০০ টাকায় ৭ ইঞ্চির একটি ট্যাব বিক্রি করছে।
ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এজেড)

মন্তব্য করুন